ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৪

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৫:৫৯ পিএম
আটককৃতরা। ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুর বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি। উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত থেকে তিনজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। আটককৃতরা গোপালগঞ্জ, যশোর ও খুলনা জেলার বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মহেশপুর-৫৮ বিজিবির বাঘাডাঙ্গা কুমিল্লাপাড়া বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের অপরাধে ৪জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটকদের মধ্যে একজনকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারে পাঠানো হবে। এ ছাড়া অন্যদেরকে আদালতে সোপর্দ করা হবে।