ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

নেত্রকোনায় গারো সম্প্রদায়ের নবান্ন উৎসব ‘ওয়ানগালা’ উদযাপন

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৪:৫৬ পিএম
নবান্ন উৎসব ওয়ানগালা উদযাপন। ছবি- রূপালী বাংলাদেশ

শস্য দেবতাকে ধন্যবাদ জানিয়ে এবং ভালো ফসলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে নেত্রকোনার কলমাকান্দায় গারো সম্প্রদায়ের দুই দিনব্যাপী নবান্ন উৎসব ‘ওয়ানগালা’ উদযাপন করা হয়েছে।

কলমাকান্দা সীমান্তে বসবাসরত গারো সম্প্রদায়ের মানুষ পাঁচগাঁও সেন্ট পিটার্স চার্চ সাব-প্যারিস গীর্জার মাঠে দিনব্যাপী প্রার্থনা, আলোচনা ও নাচ-গানের মাধ্যমে তাদের সবচেয়ে বড় উৎসব পালন করেছেন।

চয়ন রিছিলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে ময়মনসিংহ পিসিসি সংস্থার পরিচালক সিলভেস্টার গমেজ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের কথাসাহিত্যিক উপসচিব মঈনুল হাসান, বাংলা একাডেমির কবি ও পরিচালক ড. সরকার আমিন এবং কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত।

এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয়েছে। গারো শিল্পীরা নিজস্ব ভাষায় গান পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নতুন ফসল উৎসর্গ এবং গারোদের ঐতিহ্যবাহী ‘জুম নাচ’।

উৎসবে নারী-পুরুষরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করেন। কেউ মাথায় পরেছিলেন কারুকাজ করা ‘খুতুপে’ পাগড়ি, কেউ পরেছিলেন মোরগের পালক দিয়ে তৈরি ‘দমি’ অলংকার।

মাঠ জুড়ে সাজানো অস্থায়ী দোকানেও পাওয়া গেছে আদিবাসীদের হাতে তৈরি ঐতিহ্যবাহী পোশাক ও খাবার। উৎসবটি নেত্রকোনার বিরিশিরি কালচারাল একাডেমির আয়োজন এবং কলমাকান্দার আলোক ও ইসিএলআরসি প্রকল্পের সহযোগিতায় উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির ভারপ্রাপ্ত কালচারাল অফিসার মালা আরেং, কলমাকান্দা শাখা ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মুকুট স্নাল, সুজিত মানখিন, বুলবুল মানখিন, কপোতি ঘাগ্রা প্রমূখ।