ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

টঙ্গী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৪:১৭ পিএম
টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীর টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে আরও এক মুসল্লির মৃত্যু ঘটেছে। এ নিয়ে তাবলিগের এই জোড়ে মৃতের সংখ্যা দাঁড়াল দুই জন।

শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নোয়াখালী খিত্তায় ঘুমন্ত অবস্থায় মারা যান নুর আলম। জুমার নামাজের সময় স্ট্রোক করে মারা যান চান মিয়া।

প্রাথমিকভাবে তাদেরকে সাথিরা শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, নোয়াখালী জেলার সদর উপজেলার আন্ডার চর কাজীর তালুক গ্রামের সুলতান আহমেদের ছেলে মোঃ নুর আলম (৮০), জামালপুর জেলার সরিষাবাড়ী থানাধীন বগারপাড় গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে চান মিয়া (৬০)।

শুক্রবার জুমার নামাজের পর নুর আলমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।