কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ এক অস্ত্র কারিগরকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতের দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর নেতৃত্বে মহেশখালী থানাধীন কেরুনতলী সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে ২টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা গোলা, ৪ রাউন্ড ফাঁকা গোলা, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১টি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ সময় আগ্নেয়াস্ত্র তৈরির সঙ্গে জড়িত ১ জন কারিগরকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, আটককৃত ব্যক্তি ও জব্দ করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।


