ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

ময়মনসিংহে রূপালী বাংলাদেশের বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৩:৫১ পিএম
ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে দৈনিক রূপালী বাংলাদেশের বর্ষপূর্তি উদযাপন। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার প্রথম বর্ষপূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার ময়মনসিংহ নিজস্ব প্রতিবেদক মঞ্জুরুল ইসলাম তার বক্তব্যে উপস্থিত সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে পত্রিকার অগ্রযাত্রার জন্য দোয়া কামনা করেন।

বক্তব্যে অতিথিরা দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, দায়িত্বশীলতা এবং পাঠকবান্ধব উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি আগামী দিনে শক্তিশালী ও আদর্শ সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজের উন্নয়নে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা পর্বের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন সম্পন্ন হয়।

দীপ্ত টেলিভিশনের ময়মনসিংহ প্রতিনিধি মাহমুদুল হাসান মিলনের সঞ্চালনায় দৈনিক রুপালী বাংলাদেশ প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুদ প্রধান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির রুকনজ্জামান রুকন, কোতোয়ালী মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম, ইংরেজি দৈনিক ডেইলী স্টার পত্রিকার আমিনুল ইসলাম, দৈনিক কালের কন্ঠ পত্রিকার ব্যুরো প্রধান নিয়ামুল কবির সজল, এখন টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট হারুন অর রশিদ, দেশ টোলিভিশন ব্যুরো প্রধান ইলিয়াস আহমেদ, প্রথম আলো পত্রিকার ময়মনসিংহ নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান, সময় টেলিভিশনের ওবায়দুল হক, চ্যানেল ২৪ এর নাজমুস শাকিবসহ অন্যান্য সংবাদকর্মীবৃন্দ।