ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

রাতের আঁধারে সড়কের পাশে রাখা বাসে আগুন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৪:০১ পিএম
আগুনে পুড়ে যওেয়া বাস। ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকার ধামরাইয়ে রাতের আঁধারে সড়কের পাশে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের কুটিরচর ভুট্টা মিলের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, যাত্রীবাহী বাসটির মালিক আবুল কালাম রাতে সুয়াপুর-খাড়ারচর সড়কের কুটিরচর এলাকায় সড়কের এক পাশে বাসটি দাঁড় করিয়ে রেখে বাড়ি চলে যান।

পরে রাত ১২টার দিকে স্থানীয়রা বাসটিতে আগুন জ্বলতে দেখতে পান। পরে তারা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলে দেখতে পায়, এর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামসুল হক মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নির্বাপণ করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ অগ্নিসংযোগ করতে পারে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসায় ফায়ার সার্ভিস পরবর্তী কার্যক্রম শেষে ফিরে যায়।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক পরিমল সূত্রধর বলেন, সুয়াপুর বাজারের নতুন সেতু থেকে কিছুটা দূরে রাতে বাসটি দাঁড় করিয়ে রাখা হয়েছিল। আনুমানিক পৌনে ১২টার দিকে আগুনের ঘটনা ঘটে। এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটির আসন ও কাঁচ পোড়া অবস্থায় দেখা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।