আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী নাটোরের মিনি কক্সবাজার খ্যাত হালতির বিলে পাটুল-খাজুরিয়া সড়কের ওপর জমে থাকা কচুরিপানা অপসারণে নিষ্কাশন কর্মসূচি পালন করেছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে নলডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে হালতির বিলে পাটুল-খাজুরিয়া সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির প্রধান অতিথি অধ্যাপক মো. ইউনুস আলী বলেন, ‘বন্যার পানি নেমে যাওয়ার পর হালতির বিলে পাটুল থেকে খাজুরিয়া পর্যন্ত সড়কের ওপর ব্যাপক পরিমাণ কচুরিপানা জমে রয়েছে। এতে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি এটি একটি পর্যটন এলাকা হওয়ায় পর্যটকদের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ, যানবাহন ও পর্যটকদের নির্বিঘ্ন চলাচলের সুবিধার্থেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।’
নলডাঙ্গা উপজেলা জামায়াতের আমির মো. আব্দুর রব মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন: জেলা নায়েবে আমির অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, জেলা সহকারী সেক্রেটারি মো. আতিকুর রহমান রাসেল, নলডাঙ্গা থানা সেক্রেটারি ডা. মো. ফজলুর রহমান, সহকারী সেক্রেটারি মো. আবু নওশাদ নোমানী, মো. আব্দুর রাজ্জাকসহ উপজেলা জামায়াতের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



