যশোর সদরে বিকে সিটি হোটেল এন্ড রেস্টুরেন্টে প্রমিকাকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক আরিফিন আহমেদ কৌশিকের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার রাজারহাটে এ ঘটনা ঘটে।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে ওই তরুণী নিজে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশের কাছেও তিনি ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। ঘটনার পর থেকে প্রেমিক পলাতক রয়েছেন বলে জানা গেছে।
হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন তরুণী জানান, যশোরের চৌগাছা উপজেলার কাজীপাড়ার বাসিন্দা আরিফিন আহমেদ কৌশিকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কৌশিক তাকে যশোর শহরে ঘুরতে নিয়ে আসেন।
পরে বন্ধুর বাড়িতে যাওয়ার কথা বলে রাজারহাট এলাকার বিকে সিটিতে যান। সেখানে কৌশিক তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
ওই তরুণী আরও জানান, পুলিশকে পুরো ঘটনা খুলে বলেছেন। কৌশিকের বিরুদ্ধে তিনি মামলা করবেন।
হাসপাতালের গাইনি ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক তানিয়া আক্তার জানান, ডাক্তারি পরীক্ষার জন্য তরুণীর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (অপারেশন) মোমিনুল হক জানান, ‘প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকাকে ধর্ষণের ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’



