ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

মালবাহী ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৪:০৮ পিএম
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাক। ছবি- রূপালী বাংলাদেশ

রাঙামাটির রাজস্থলীর বাঙ্গালহালিয়া আবাসিক হিন্দুপাড়া এলাকায় শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে একটি মালবাহী ট্রাক দুর্ঘটনায় উল্টে যাওয়ায় প্রায় দুই ঘণ্টা সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

সকাল ৬টার দিকে শহর থেকে ইসলামপুর হাটের উদ্দেশ্যে ট্রাকটি রওনা হলে পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে।

দুর্ঘটনায় স্থানীয়দের চলাচলে তীব্র দুর্ভোগ সৃষ্টি হয়। সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের কারণে যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা দ্রুত উদ্যোগ নেন।

দুর্ঘটনার পর বিকল্প রাস্তা তৈরি করে ছোট ও হালকা যানবাহনের চলাচলের ব্যবস্থা করা হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর আবার স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শিমুল দাশ বলেন, ‘ভোরে ট্রাকটি উল্টে যাওয়ার কারণে কিছু সময়ের জন্য পুরো সড়ক আটকে যায়। আমরা দ্রুত বিকল্প রাস্তা তৈরি করে ছোট গাড়ির চলাচলের ব্যবস্থা করি। পরে ট্রাকটি সরিয়ে নিলে সড়কে যান চলাচল আবার স্বাভাবিক হয়।’