নলছিটির সড়কে নতুন এক ধরনের ঝুঁকি যুক্ত হয়েছে যানবাহনে লাগানো উজ্জ্বল সাদা এলইডি লাইট। রাতের অন্ধকারে এসব লাইটের তীব্র আলো চালক ও পথচারীদের চোখে সরাসরি পড়লে অদৃশ্যতার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এর ফলে বাড়ছে ছোট-বড় দুর্ঘটনা, ছড়িয়ে পড়ছে আতঙ্ক।
রাতের সড়কে বিপরীত দিক থেকে আসা গাড়ির সাদা আলো চোখে পড়লে কয়েক সেকেন্ডের জন্য দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায়। এই স্বল্প সময়ের অন্ধকারই নিয়ন্ত্রণ হারানো, রাস্তা থেকে ছিটকে পড়া কিংবা সামনে থাকা বাধা বুঝতে না পারার বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে।
নলছিটির বিভিন্ন সড়কে গত কয়েক মাস ধরে এলইডি লাইটের অনিয়ন্ত্রিত ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মোটরসাইকেল, অটোরিকশা ও ব্যাটারিচালিত ভ্যানসহ বিভিন্ন যানবাহনে কম বিদ্যুৎ খরচ ও স্বল্প দামের কারণে এসব লাইট ব্যবহার করা হচ্ছে।
কিন্তু অধিকাংশ এলইডি লাইটই অনুমোদনহীন ও নিম্নমানের হওয়ায় আলোর তীব্রতা প্রয়োজনের তুলনায় কয়েকগুণ বেশি হয়ে যায়। এতে গাড়িচালকদের চোখে তীব্র ঝলক লেগে সড়কে নিয়ন্ত্রণ হারানোর ঘটনা বাড়ছে।
পথচারীরাও এ ঝুঁকি থেকে বাদ যাচ্ছেন না। হেঁটে চলার সময় সাদা আলো চোখে পড়লে সামনের দৃশ্য ঝাপসা হয়ে যায়। এতে শুধু চোখের ক্ষতিই নয়, সড়ক পারাপারেও তৈরি হচ্ছে মারাত্মক ঝুঁকি।
এদিকে শীত শুরু হওয়ায় কুয়াশার পরিমাণ বাড়ছে। কুয়াশায় সাদা আলো প্রতিফলিত হয়ে দৃষ্টিবিভ্রম আরও তীব্র করছে। কুয়াশাচ্ছন্ন রাতে সাদা আলো চারদিকে ছড়িয়ে পড়ায় সামনে থাকা যানবাহন, পথচারী বা সড়কের বাধা স্পষ্ট দেখা যায় না।
নিম্নবিম ব্যবহার, গতি নিয়ন্ত্রণ ও টেইল লাইট সচল রাখার নিয়ম থাকলেও অনেক চালক তা মানছেন না। ফলে দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বেড়ে গেছে।
পরিবহন সংশ্লিষ্টদের মতে, সাদা এলইডি লাইটের তীব্রতা চোখে অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং কয়েক মুহূর্তের জন্য দৃষ্টিশক্তি প্রায় অকার্যকর করে তোলে। আর এই কয়েক মুহূর্তেই ঘটছে বড় ধরনের দুর্ঘটনা।
অনেক ক্ষেত্রে এসব লাইট ব্যবহার করা যানবাহন খাদে পড়ে যাওয়া, সংঘর্ষ বা উল্টে যাওয়ার ঘটনাও ঘটছে।
মোটরসাইকেল চালক আমির হোসেন বলেন, রাতে সাদা এলইডি লাইটের ঝলক চোখে পড়লে কয়েক মুহূর্ত কিছুই দেখা যায় না। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণে সমস্যা হয় এবং যাত্রীদের মাঝেও আতঙ্ক তৈরি হয়।
পথচারী ইমরান সরদার বলেন, সাদা আলোর ঝলক সরাসরি চোখে পড়লে হাঁটাচলায় বাধা সৃষ্টি হয়। চোখে ব্যথা ও জ্বালাপোড়া অনুভূত হয়। তার মতে, প্রশাসনের তৎপরতার অভাবে সড়কে অনিয়ম বেড়েই চলছে।
অটোভ্যান চালক মিন্টু তালুকদার বলেন, ব্যাটারির খরচ কম ও দাম কম হওয়ায় তারা এলইডি লাইট ব্যবহার করেন। তবে এই লাইট চোখের জন্য কতটা ক্ষতিকর, তা সড়কে চলার সময় তারাও টের পান।
এ বিষয়ে নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, সড়কে উজ্জ্বল সাদা এলইডি লাইট ব্যবহার আইনবিরোধী। খুব শিগগিরই অভিযান পরিচালনা করে এসব অবৈধ লাইট অপসারণ করা হবে।
স্থানীয় পথচারীরা জানান, বারবার প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও কার্যকর প্রতিকার মিলছে না। তারা দ্রুত সচেতনতামূলক কার্যক্রম ও দৃশ্যমান অভিযান শুরুর দাবি জানান।
জনসচেতনতা বৃদ্ধি ও কঠোর নজরদারি ছাড়া সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মনে করছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, এখনই ব্যবস্থা না নিলে শীত মৌসুমে দুর্ঘটনার সংখ্যা আরও ভয়াবহ আকার ধারণ করবে।


