ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত রেলসেতুর পিলার ও খাদ্য গুদামের ফাটল পরিদর্শন

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৩:২৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নরসিংদীর ঘোড়াশালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বৃটিশ আমলে নির্মিত ঢাকা-চট্রগ্রাম রেললাইনের ঘোড়াশাল রেলসেতুর দুই এবং তিন নম্বর পিলারের ফাটল ও ঘোড়াশাল সরকারি খাদ্য গুদামের ফাটল পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দল।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে তারা ক্ষতিগ্রস্ত রেল পিলার ও গোডাউনগুলো ঘুরে দেখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. জিল্লুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের দলটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

এ সময় নরসিংদী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুছ মিয়া ও পলাশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউছার আলম সরকার উপস্থিত ছিলেন।

পরে তারা বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিগ্রস্ত ১১টি আবাসিক ভবন, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্র উচ্চ বিদ্যালয়সহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অন্যান্য স্থাপনা পরিদর্শন করেন।