ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

ঝিনাইদহে গৃহবধূকে পথরোধ করে মারধর

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০১:৩১ পিএম
আহত গৃহবধু হাসনা আরা। ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামে এক গৃহবধুকে মারধর করে বিবস্ত্র করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার দোগাছি ইউনিয়নের দোগাছি গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধু হাসনা আরা ওই গ্রামের নাজমুল বিশ্বাসের স্ত্রী। বর্তমানে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের স্বজনদের অভিযোগ, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দোগাছি গ্রামের নজরুল ইসলাম ও সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে এ বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।

দোগাছি ইউনিয়নের নারী ইউপি সদস্য শারমিন আক্তার জানান, শুক্রবার সকালে হাসনা আরা ও তার চাচাতো ভাইয়ের স্ত্রী আখি খাতুন গ্রামের ভেতরে হাঁটতে বের হন। এ সময় গ্রামের হাজামবাড়ি মসজিদ এলাকায় পৌঁছালে সিরাজুল বিশ্বাসের সমর্থক লিটন, বাবুল, রশিদ, সাইফুল, লুতফর, ইমন ও মুস্তাকসহ ১০-১৫ জন তাদের পথরোধ করে।

তিনি আরও বলেন, আখি খাতুন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও হাসনা আরাকে ধরে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে হামলাকারীরা তার জামাকাপড় ছিঁড়ে ফেলে এবং গলার চেইন, কানের দুল ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এক নারীকে মারধরের ঘটনার কথা জানা গেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।