ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

ভিন্নমত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয় : মির্জা ফখরুল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০২:০১ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি- সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে ভিন্নমত পোষণ করলেই তাকে দমন করার চেষ্টা করা হয়, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই দিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি তার দ্রুত রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

সাংবাদিকদের দাবি আদায়ে কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি না করতে আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে ফ্যাসিবাদী শাসনের কারণে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে। এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। কোনো দলের লেজুড়বৃত্তি নয়, নিজেদের শক্তিশালী হয়ে দাঁড়াতে হবে। তবেই অধিকার আদায় সম্ভব।’

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, ‘খন এমন একটি সময় চলছে, যার জন্য গোটা জাতি অপেক্ষা করছে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে আমরা আবার একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে পারব। সেই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্রে ফিরে আসতে চাইলে অপরের মত প্রকাশের স্বাধীনতাকেও মূল্য দিতে হবে।’

তিনি অভিযোগ করেন, দেশে ভিন্নমত প্রদর্শন করলেই তাকে শত্রু মনে করা হয় এবং অপপ্রচার চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচারণা নৈরাজ্য ও মব ভায়োলেন্স সৃষ্টি করে গণতন্ত্রকে দুর্বল করছে বলেও মন্তব্য করেন তিনি।

জিয়াউর রহমানের সময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘একইভাবে খালেদা জিয়াও গণমাধ্যমের স্বাধীনতার জন্য সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছেন। বিএনপির ৩১ দফাতেও এ বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।’