জয়পুরহাটের পাঁচবিবিতে প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে জোরপূর্বক ধর্ষণের মামলার পলাতক আসামি অনিককে র্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে হাজতে পাঠানো হয়েছে। এর আগে ২৭ নভেম্বর র্যাব-৫ ও ১৩ এর যৌথ অভিযানে দিনাজপুরের কোতোয়ালী থানার চাউলপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অনিক উপজেলার দমদমা এলাকার মৃত ওবাইদুল ইসলামের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার মোস্তাক আহম্মেদের মেয়ের সঙ্গে স্বপন হোসেন নামে এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে ৬ অক্টোবর পরিবারের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে মেয়েটি রাতে বাসা থেকে বের হয়ে পাঁচবিবি পৌর পার্কে যায়। সেখানে তার পূর্বপরিচিত মো. রবিউল ইসলাম ওরফে রেজার সঙ্গে দেখা হয়। কথাবর্তার এক পর্যায়ে রেজা তার বন্ধু অনিককে মোবাইল ফোন করে ডেকে আনে। পরে রেজা ও অনিক মেয়েটিকে প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
এই ঘটনার ভিত্তিতে পাঁচবিবি থানায় ৯ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(৩) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয় (মামলা নং-০৯)। পাঁচবিবি থানার ওসি নিয়ামুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


