ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

স্বামী থাকার পরেও নারীরা কখন এবং কেন পরকীয়ায় জড়িয়ে পড়েন?

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০২:০৮ পিএম
বিয়েল পরও পরকীয়া। ছবি- সংগৃহীত

বিবাহিত জীবনের প্রতিটি ধাপে নিজেদের সম্পর্কের দিকে কঠোর নজর রাখতে হয়। নইলে কখন যে চেনা মানুষটি সম্পূর্ণ অচেনা হয়ে যাবে তা একেবারেই ধরতে পারবেন না। এমনকি তিনি আপনাকে ছেড়ে অন্য কারও সঙ্গেও মন দেওয়া-নেওয়া সেরে ফেলতে পারেন, যাকে বাহারি শব্দে পরকীয়া বলা হয়।

মনে রাখবেন, স্ত্রী পরকীয়ায় জড়ালে স্বামীর জীবনে নেমে আসে ঘনকালো মেঘের ছায়া। এই দুর্যোগের দিনে চারিদিক কেমন অচেনা লাগে। জীবনের ওপর থেকে বিশ্বাস হারিয়ে যায়। তাই অনেকেরই কৌতূহল, বিয়ের পর নারীরা কেন পরকীয়ায় আকৃষ্ট হযন। আসুন তবে জেনে নেই এর পেছনের পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ।

অতীত: পরিবারের চাপে বা নিজের সম্মতি ছাড়াই অন্য একজনকে বিয়ে করে এমন নারীরাই সবচেয়ে বেশি পরকীয়ায় জড়িত হন। নারী তার প্রথম প্রেমকে খুব সহজেই ভুলতে পারেন না। এতে করে সেই নারী অতীতের দিকে ঝুঁকে পড়তে শুরু করেন।

বিরক্ত: অনেক সময় নারীরা তাদের সঙ্গীর কাছ থেকে ভালোবাসা এবং সময় না পাওয়ার কারণে বিরক্ত হন, যার কারণে তিনি আরেকজনের ওপরে মনোযোগ দিতে শুরু করেন, তার প্রতি আকৃষ্ট হতে শুরু করেন, যার জেরে গড়ে ওঠে অবৈধ প্রেমের গল্প।

মানসিক একাকিত্ব: যেকোনো সম্পর্কের শক্তি নির্ভর করে তার আবেগগত দিকের ওপর। যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে সময় না দেয় বা তার স্ত্রীর সঙ্গে সঠিকভাবে কথা না বলে তাহলে তাদের মধ্যে মনের দূরত্ব বাড়তে থাকে।

প্রতিশোধ: অনেক সময় নারীদেরও তাদের সঙ্গীর কাছ থেকে পাওয়া অসম্মানের প্রতিশোধ নেওয়ার ব্যাপার থাকে। তিনি তার স্বামীকে দেখানোর জন্য এই প্রতিশোধ নেন যে সবসময় কাউকে চাপে রাখতে কেমন লাগে। এতে করে একটা সময় তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।

প্রয়োজন: অনেক সময় নারীদের অন্য ছেলেদের সঙ্গে সম্পর্ক থাকে কারণ তাদের সঙ্গী তাদের মানসিক এবং তাদের শারীরিক চাহিদাগুলো সঠিকভাবে পালন করতে পারে না।