ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

অটোরিকশার ধাক্কায় মুদি ব্যবসায়ী নিহত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০২:০৬ পিএম
নিহত বিজন দত্ত। ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়ায় দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় বিজন দত্ত (৫৫) নামের এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পুঠিয়া-আড়ানি সড়কের রাজবাড়ি বাজার এলাকায় পলাশ জুয়েলার্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত বিজন দত্ত পুঠিয়ার রাজবাড়ি বাজারের মৃত পুলক দত্তের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাজারে মুদি দোকান পরিচালনা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ব্যায়ামের উদ্দেশ্যে বিজন দত্ত বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশে হাঁটছিলেন। এ সময় পুঠিয়া ত্রিমোহনী বাজার থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী সিএনজি তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। সিএনজি চালক দুর্ঘটনার পরপরই গাড়িসহ পালিয়ে যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজন দত্তকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুঠিয়া থানার ওসি জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া সিএনজিকে শনাক্ত ও চালককে আটকের জন্য অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।