র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে সিগারেটের নকল শুল্ক পরিশোধের স্ট্যাম্প, নকল স্ট্যাম্প তৈরীর উপকরণ ফয়েল পেপার, ভারতীয় প্রসাধনী পণ্যের নকল স্টিকার ও ভারতীয় প্রসাধনী পণ্যের নকল স্টিকার তৈরীর সরঞ্জামসহ ২ জন আসামি গ্রেপ্তার হয়েছে।
কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) বেলা সোয়া ১১টায় এক বার্তায় তিনি জানান, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইনের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কুষ্টিয়া সদর থানাধীন কোর্টপাড়া কলার আড়ৎ সংলগ্ন গলির ভিতরে মালিকানাধীন ভবন ও কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নকল ব্যান্ডরোল ১৫,৫০০ পিস, বিদেশী পণ্য এর স্টিকার ৭১৫ পাতা, ফয়েল পেপার ৪৫০ গ্রাম ও মোড়ক তৈরী ফর্মা ৪টিসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. নিরব ইসলাম (১৯) ও আব্দুল আওয়াল (৪৫)। গ্রেপ্তারকৃত আসামিদের ও পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা দেওয়া হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।


