ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০২:৪১ পিএম
বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৩টি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে। ছবি- রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়নের (বিজিবি ৫৯) সদস্যরা অভিযান চালিয়ে ৩টি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

শুক্রবার সকালে মহানন্দা ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি বড় অস্ত্রের চালান সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের প্রেক্ষিতে চকপাড়া বিওপি অধীনস্থ সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নলডুবি ব্রিজ এলাকার পাগলা নদীর তীরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অস্ত্রগুলো উদ্ধার করে।

তিনি আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের সম্ভাবনা রয়েছে। এই কারণে বিজিবি মহাপরিচালক বিশেষ নির্দেশনা দিয়েছেন। সীমান্ত পাড়ি দিয়ে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা রোধ করতে বিজিবি কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে।