রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। স্থানীয়দের সহযোগিতায় স্বল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এ ঘটনায় সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

