বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, গত দুই দিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টনে আয়োজিত দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’
তিনি আরও বলেন, গতকাল রাতে চিকিৎসকরা জানিয়েছেন যে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় পর্যায়ে রয়েছে। দল ও দেশের মানুষের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশব্যাপী দোয়া অনুষ্ঠিত হচ্ছে।
বিএনপি মহাসচিব আরও জানান, ‘আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য সারা দেশে দোয়ার কর্মসূচি পালন করা হচ্ছে। দেশের মসজিদে মসজিদে মুসল্লিরা আজ জুমার পর দোয়া করেছেন। আমরাও নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে তার সুস্থতার জন্য প্রার্থনা করেছি।’
তিনি বলেন, ‘আল্লাহ যেন দেশনেত্রীকে সম্পূর্ণ সুস্থ করে দেন এটাই আমাদের সবার কামনা।’
দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


