জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বিএনপি প্রার্থী শুধুমাত্র ভোটে জয়লাভের চেষ্টা করছে না, বরং সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে রাজত্ব কায়েম করতে চাইছে। তিনি বলেন, ভোটের অধিকার রক্ষা এবং সন্ত্রাস দমনই তাদের মূল অগ্রাধিকার।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে পাবনা-৪ আসনের জামায়াতের প্রার্থীর প্রচারণায় বিএনপির হামলার প্রতিক্রিয়ায় জামায়াত আমির তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘ইশ্বরদীতে যা ঘটেছে তা হঠাৎ নয়। বিএনপির দলীয় প্রার্থীর অসহিষ্ণু, অগণতান্ত্রিক ও উসকানিমূলক বক্তব্য এবং কর্মকাণ্ড বারবার প্রমাণ করছে—এটি ব্যালটের যুদ্ধ নয়; বরং বুলেট দিয়ে তিনি তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান।’
তিনি বলেন, ‘প্রশাসন যে সুষ্ঠু নির্বাচনের কথা বলে আসছে, জনগণ দেখতে চায় প্রশাসন কী করে। তবে সকল সন্ত্রাসীর ব্যাপারে আমাদের বার্তা হলো, জামায়াত কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না।’
জামায়াত আমির বলেন, ‘জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে লড়াই আমাদের আরও জোরদার হবে। সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। ইনশাআল্লাহ আমরা থামব না।’


