সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলাউড়া দারুচ্ছুন্নাৎ কাছিমিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির সদস্য নির্বাচিত হয়েছেন আরটিভির নিজস্ব প্রতিবেদক ও সমাজসেবক সাংবাদিক মো. বিল্লাল হোসেন (সাগর)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এক বছরের জন্য মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-কে এবং বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে বিল্লাল হোসেনকে মনোনীত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ছাড়া কলেজ শাখার বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে বিজয় টিভির সাংবাদিক আনোয়ার হোসেন এবং মাওলানা জসিম উদ্দীনকে মনোনীত করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
এ বিষয়ে বিল্লাল হোসেন বলেন, ‘১৯৬৬ সালে প্রতিষ্ঠিত কলাউড়া মাদ্রাসা উপজেলার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই প্রতিষ্ঠানের ছাত্ররা বর্তমানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করছেন। প্রজন্ম থেকে প্রজন্মে এই ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকলেও বিগত ১৫ বছর অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। সেটি ফিরিয়ে আনা এবং শিক্ষার মান উন্নয়নে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।’
সাংবাদিক বিল্লাল হোসেন সাগর বর্তমানে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের (ইউডিজেএফবি) দপ্তর সম্পাদক এবং সিলেট বিভাগ সাংবাদিক সমিতির (সিবিসাস) কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি ঐতিহ্যবাহী ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) স্থায়ী সদস্য।
-20251127152754.webp)

