যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি বলেছেন, ‘আগামী দিন জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, দারিদ্র্যমুক্ত ও আধুনিক বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব, ইনশাআল্লাহ।’
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে শহীদ নাজমুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে নাভারন পুরাতন বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং নজরুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত।
মুন্নি আরও বলেন, ‘জনগণের পাশে দাঁড়ানোই তার প্রথম অঙ্গীকার। গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপি দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।’
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম ও সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতাকর্মীদের উচ্ছ্বাসময় উপস্থিতি এবং মোটর শোভাযাত্রার মাধ্যমে এলাকার রাজনৈতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।
-20251127152754.webp)

