ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারের জেরে দুজন গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০৯:১৬ পিএম
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় কান্দিপাড়ার মাদরাসা রোডে পপুলার প্রেসের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, টুটুল মিয়া ও শিহাব উদ্দিন।

হাসপাতাল সূত্রে জানা যায়, টুটুলের পায়ে ২০-২৫টি রাবার বুলেট এবং শিহাবের হাত-পায়ে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। দুজনই শঙ্কামুক্ত।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কান্দিপাড়ার মাদরাসা রোডে পপুলার প্রেসের সামনে দাঁড়িয়ে চা পান করছিলেন একই এলাকার টুটুল মিয়া। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তার ডান পায়ে গোলাগুলি লাগে এবং তার পাশে থাকা শিহাব উদ্দিনেও হাত ও পায়ে গুলি লাগে।

আহত টুটুল মিয়া বলেন, ‘দাঁড়িয়ে থাকা অবস্থায় শাকিল নামে একজন তাকে গুলি করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার দাবি, শাকিলের অপকর্মের প্রতিবাদ করায় এ হামলা হয়েছে।’

শিহাব উদ্দিন জানান, ‘পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খাওয়ার সময় হঠাৎ তার হাত-পায়ে গুলি লাগে। কী হচ্ছে দেখতে এগোতেই হামলাকারী তাকে লক্ষ্য করেও গুলি করতে চাইলে তিনি সরে যান।’

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নূর ই আবেদীন সিফাত জানান, ‘একজনের পায়ে ২০-২৫টির মতো রাবার বুলেট রয়েছে। তবে দুজনই শঙ্কামুক্ত। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, ‘আধিপাত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত তদন্ত চলছে।’