রাজধানীর কারওয়ান বাজার রেলগেটের পাশে অবস্থিত ঝুপড়ি ঘরগুলোতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত প্রায় ৮টা ৫০ মিনিটে আগুন লাগার ঘটনা জানায় ফায়ার সার্ভিস। এরপরই নিকটস্থ স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইউনিটগুলো ঘটনাস্থলে পাঠানো হয়। আগুনের উৎস কী ছিল এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।


