নারায়ণগঞ্জের বন্দর এলাকায় নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে আবু তালেব (৪০) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল পৌনে ৫টা দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবু তালেবের ছেলে মো. সানাউল্লাহ জানান, ‘আমাদের নিজ বাসায় বাউন্ডারির নির্মাণকাজ করার সময় হঠাৎ দেওয়াল ভেঙে আমার বাবার ওপরে পড়লে বাবা চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ তিনি আরও জানান, তাদের বাসা নারায়ণগঞ্জে বন্দর মায়াপুর এলাকার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


