চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ১৮২ রানের টার্গেট দেয় আয়ারল্যান্ড। জবাবে ব্যাট হাতে ১৮ রান তুলতেই সাজঘরে চার ব্যাটার। শুরুতেই চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে লিটন দাসের দল।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় সন্ধ্যা ৬টায়। এ দিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। এদিন হ্যারি টেক্টরের ফিফটিতে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ১৮১ রানের সংগ্রহ পায় আইরিশরা।
জবাবে ব্যাটিংয়ে শুরুতেই ধাক্কা খায় টাইগাররা, দলীয় ২ রানের মাথায় ব্যাক্তিগত ১ রানে সাজঘরে ফেরে টাইগার ওপেনার তানজিদ তামিম। তামিম ফিরলে ব্যাট হাতে ক্রিজে আসে দলীয় অধিনায়ক লিটন দাস। ক্রিজে এসে মাত্র ৩ বল মোকাবেলা করে ক্যাচ আউট হয়ে বিদায় নেন টাইগার অধিনায়ক।
শুরুতে দুই উইকেট হারিয়ে দল যখন চাপে ঠিক তখনি দলীয় ৫ রানের মাথায় আবার উইকেট হারায বাংলাদেশ। ৫ রানে ৩ উইকেট হারিয়ে যখন পুরো চাপে টাইগার ব্যাটিং ইউনিট।
তখন বাংলাদেশের শেষ ভরসা ছিল সাইফ হাসান ও তাওহীদ হৃদয়। কিন্তু বেশিদূর না যেতেই দলীয় ১৮ রানের মাথায় দলকে বিপদে ফেলে সাজঘরে ফেরে সাইফ হাসান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৮ রান। ক্রিজে ১৪ বলে ১৯ রানে ব্যাট করছে তাওহীদ হৃদয় এবং ৭ বলে ৬ রানে খেলছে জাকের।
বল হাতে আয়ারল্যান্ডের হয়ে ২টি উইকেট নেন মার্ক অ্যাডাইর এবং ১টি করে উইকেট নেন ব্যারি ম্যাকার্থি ও ম্যাথু হামফ্রিস।


