ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০৫:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ। টস হেরে সিরিজের প্রধম ম্যাচে ব্যাটিংয়ে আইরিশরা।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এ দিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাশ।

চলতি সিরজি নিয়ে লিটন বলেন, ‘আমি চাই খেলোয়াড়রা যেন চাপের মুহূর্তে খেলতে শিখে। আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা সেই চ্যালেঞ্জে পুরোপুরি সফল হইনি। এই সিরিজে চেষ্টা করব, এমন পরিস্থিতি থেকে বের হয়ে ম্যাচ জিততে।’

বাংলাদেশ সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে শক্তিশালী দিক দেখিয়েছে। টানা চারটি দ্বিপক্ষীয় সিরিজে জয় তা প্রমাণ করে। তবে ওয়েস্ট ইন্ডিজ ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে কিছু সমস্যা ধরা পড়ে।

লিটন এ বিষয়ে বলেন, ‘আমার মনে হয়, তিনটি বিভাগেই আমাদের উন্নতির সুযোগ আছে। উন্নতির তো শেষ নেই। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘাটতিগুলো পূরণ করতে চাই, পাশাপাশি আমাদের দাপুটে ক্রিকেটও প্রদর্শন করতে চাই।’

বাংলাদেশ একাদশ

লিটন দাশ, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান ও শরীফুল ইসলাম।