ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ভোলায় সাংবাদিকের ওপর হামলাকারী এমরান গ্রেপ্তার

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০৬:১৩ পিএম
গ্রেপ্তার এমরান হোসেন। ছবি- রূপালী বাংলাদেশ

দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ভোলা প্রতিনিধি (মাল্টিমিডিয়া) সাংবাদিক পরান আহসানের ওপর হামলার অভিযোগে করা মামলার আসামি এমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সাচড়া ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে সংবাদ সংগ্রহকালে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ভোলা প্রতিনিধি সাংবাদিক পরান আহসানের ওপর অতর্কিত হামলার ঘটনায় বোরহানউদ্দিন থানায় একাধিক হামলাকারীকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি এমরান হোসেনকে গ্রেপ্তার করে ভোলার আদালতে প্রেরণ করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. ছিদ্দিকুর রহমান জানান, মামলার আসামি এমরানকে আটক করা হয়েছে। মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।