নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে এবং ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের কাপাসিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের তরগাঁও মোড়ে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নার্স, মিডওয়াইফ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সবৃন্দ উপস্থিত ছিলেন।
দাবি সমূহ:
১. স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রক্রিয়া বন্ধ করে জাতীয় নার্সিং কমিশন গঠন।
২. প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার পাথ দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন।
৩. নার্সদের ৯ম থেকে ৪র্থ গ্রেড পর্যন্ত উচ্চতর পদ সৃষ্টি করে পদোন্নতি ও সুপারনিউমেরারী পদোন্নতি নিশ্চিত করা।
৪. নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদ ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীত করা।
৫. ডিপ্লোমা নার্স–মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাস) সমমান প্রদান এবং গ্র্যাজুয়েট নার্স–মিডওয়াইফদের জন্য পেশাদার বিসিএস চালু।
৬. বেসরকারি স্বাস্থ্যসেবা ও নার্সিং–মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগবিধি ও বেতন কাঠামো প্রণয়ন এবং অপ্রশিক্ষিত/ভুয়া নার্স–মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা।
৭. নার্স–মিডওয়াইফদের ঝুঁকিভাতা প্রদান এবং জোরপূর্বক চাপানো নতুন নার্সিং ইউনিফর্ম বাতিল।
৮. শয্যা, রোগী ও চিকিৎসকের অনুপাতে নার্স-মিডওয়াইফদের পদ সৃষ্টি ও নিয়োগ প্রদান।
সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের প্রভাষক মোহাম্মদ মহিউদ্দিন, প্রভাষক জাকির হোসেন, প্রভাষক রীনা আক্তার, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স কামরুজ্জামান প্রধান, পোস্ট বেসিক বিএসসি শিক্ষার্থী মাহফুজ আহমেদ ও তুহিন সরকার।
বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি পেশা মানুষের জীবন রক্ষায় অন্যতম প্রধান স্তম্ভ। তাই এই অধিদপ্তরকে বিলুপ্ত বা একীভূত করা নয়, বরং আরও শক্তিশালী ও যুগোপযোগী করা জরুরি। তারা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

