পটুয়াখালীর দুমকিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি- এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক শুভেন্দু সরকার। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. আলাউদ্দিন মাসুদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুমকি থানার ওসি মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম খান এবং যুবদল নেতা জসিম উদ্দিন।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে দেশীয় জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, ডিম এবং প্রাণিসম্পদ খাতসংশ্লিষ্ট উদ্ভাবনী ও আধুনিক প্রযুক্তির বিভিন্ন স্টল স্থান পায়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং এলডিডিপি প্রকল্পের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। প্রদর্শনীতে স্থানীয় খামারিরা উৎপাদন বৃদ্ধি, প্রজনন ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং আধুনিক খামার পরিচালনা বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন।
আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ ও দেশীয় জাতের উন্নয়নের মাধ্যমে প্রাণিসম্পদ খাতে পিছিয়ে থাকা খামারিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। অনুষ্ঠানে কৃষক, খামারি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


