প্রকাশিত হচ্ছে এক নির্ঝরের গান-এ শিশুতোষ গানের অ্যালবাম ‘হাউ মাউ খাউ’। এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে, অটমনাল মুনের সংগীতায়োজনে নির্মিত হয়েছে অ্যালবামের ৫টি শিশুতোষ গান।
সিএসআর-আইএসআর এর যৌথ প্রক্রিয়ায় নির্মিত এই অ্যালবামে সিএসআর- (কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি) হিসেবে ফান্ড দিয়ে সহযোগিতা করেছেন-শেলটেক।
সিএসআর-আইএসআর ঐক্য প্রক্রিয়ার ধারাবাহিক চেষ্টায় এই উদ্যোগে গান গেয়েছেন-মৃন্ময়ী মেঘা, অরণি ক্যাথলিন মুরমু, সামাহ ফাতিহা সাইদ, প্রফুল্ল অংশুমন এবং তানভীর আলম সজীব।
এনামুল করিম নির্ঝর জানান, শিশু-কিশোরদের অনুভূতির বিচিত্রতা, কল্পনা, অভিযোগ-অনুযোগ, শিশুদের চোখে প্রকৃতি, বড়দের প্রতি শিশুদের প্রত্যাশা এবং একইসাথে বড়রা কিভাবে তাদের দেখছে এসব বিষয় উঠে এসেছে এই অ্যালবামের গানগুলোতে।
অ্যালবামে শিশুদের জন্য গান গেয়েছেন তানভীর আলম সজীব। নিজের গায়কী ভেঙে নতুন করে গানটি গাইবার অভিজ্ঞতা জানালেন তিনি।
তিনি বলেন, আমার নিজের ক্যারেক্টার থেকে বেরিয়ে গানটা করা। নির্ঝর ভাই যথারীতি একজন পাগল লোক, একটু অন্যরকম কিছু হলেই ডাক পড়ে, তখন একটা কর্মযজ্ঞের মতো শুরু হয়। এভাবে গাইতে হবে, ওভাবে গাইতে হবে। একেকটা গান একেক ধরণের কর্মযজ্ঞ। তাই বৈচিত্রময় অভিজ্ঞতা হয় তার সঙ্গে গান করতে গেলে। এখানেও তাই হয়েছে। শ্রোতারা উপভোগ করবেন গানগুলো।
অ্যালবামের প্রথম গান হাউ মাউ খাউ প্রকাশিত হবে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় গানশালার ইউটিউব চ্যানেলে। এরপর ক্রমান্বয়ে প্রকাশ পাবে হাট্টিমাটিম টিম, তিড়িং বিড়িং ফড়িংটাকে, ছোটদের গান নিয়ে এবং এই তুই কি করছিস? ‘হাউ মাউ খাউ’ গানটি গেয়েছেন শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা। অ্যালবামটির মাধ্যমে প্রথমবারের মতো গান রেকর্ড করার অভিজ্ঞতা হল তার।
শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা বলেন, ‘এটা আমার ফার্স্ট রেকর্ড ছিল। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। অনেক আনন্দ লাগছিল, অনেক খুশি হয়েছি। আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি।’
সংগীত মাধ্যমের পেশাজীবীদের নিয়মিত উপার্জানের উপায় গড়ার জন্য সিএসআর-আইএসআর এর যৌথ প্রক্রিয়াটিকে আরও গতিশীল করতে গানশালা ব্যাপকভাবে চেষ্টা করে যাচ্ছে। এর আগেও এই প্রক্রিয়ায় বেশ কয়েকটি সঙ্গীত প্রকল্প ইতিমধ্যে প্রকাশিত হয়েছে হয়েছে।


