জনপ্রিয় অভিনেত্রীরা ‘মাই নাম্বার, মাই রুলস’ আন্দোলনের মাধ্যমে অনলাইনে দৈনন্দিন হয়রানি ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি করছেন। তারা নিজেদের হাতে, গালে বা শরীরে সংখ্যার মাধ্যমে জানাচ্ছেন, প্রতিদিন কতবার হয়রানির শিকার হন।
এই আন্দোলনের প্রথম আওয়াজ তোলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ২৫ নভেম্বর তিনি গালে ‘৯’ লিখে ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখছে, কিন্তু এর পেছনে রয়েছে আমার প্রতিদিনের সংগ্রাম, ভয়, অপমান...’। তিশা সবাইকে নিজেদের কণ্ঠস্বর সংখ্যা দিয়ে প্রকাশ করার আহ্বান জানান।
এরপর একে একে অভিনেত্রী রুনা খান (‘২৪’), শবনম ফারিয়া (‘১০০০’), প্রার্থনা ফারদিন দীঘি (‘৩’), মৌসুমী হামিদ (‘৭২’) এবং আশনা হাবিব (‘৯’ ও ‘৯৯+’) আন্দোলনে যোগ দেন।
তাদের লক্ষ্য, এই সংখ্যাগুলোর মাধ্যমে নারীদের অনলাইন হয়রানি ও মানসিক নির্যাতনের চিত্র সমাজে ফুটিয়ে তোলা।
রুনা খান বলেন, সাধারণ নারীও প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় অগণিত হয়রানির শিকার হন।
বাংলাদেশে আন্তর্জাতিকভাবে চলমান ডিজিটাল সহিংসতা বিরোধী ১৬ দিনের প্রচারণার অংশ হিসেবে এই আন্দোলন চলছে। অভিনেত্রীদের আহ্বান, চুপ না থেকে সংখ্যার মাধ্যমে প্রতিবাদ জানাও এবং সমাজে সচেতনতা সৃষ্টি করো।


