ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ফের কাকে বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা?

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৪:০৪ পিএম
স্বামীর সঙ্গে কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা।

আবারও বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। তার বরের নাম শুভংকর সেন। সোমবার (২৪ নভেম্বর) তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন গায়িকা নিজেই।

পূজা জানান, গত এক বছর যাবৎ শুভংকরের সঙ্গে তার পরিচয় ও বন্ধুত্ব। পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছে। জীবনের নতুন অধ্যায়ের জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন তিনি।

এটি পূজার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৭ সালে মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন তিনি। ২০২১ সালের দিকে তাদের বিচ্ছেদ ঘটে। পূজার দ্বিতীয় স্বামী শুভংকর সেনও পেশায় মডেল এবং চাকরিজীবী।

১৯৯৪ সালের ২১ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন পূজা। তার পৈতৃক নিবাস চাঁদপুর জেলার হাইমচর এলাকায়। বাবা নীবাস চন্দ্র মাঝি, মা প্রণিতা সরকার। দুই বোনের মধ্যে পূজা বড়।

২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন পূজা। তিনি তার কর্মজীবনে চারটি একক অ্যালবামসহ অসংখ্য একক ও মিশ্র গান গেয়েছেন। তার গাওয়া ১০টিরও বেশি গানের ভিউ কোটির ঘর ছাড়িয়েছে।

সেই গানের তালিকায় রয়েছে- ‘তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাত জনম’, ‘এত কাছে, চুপি চুপি’, ‘একটাই তুমি’, ‘তোমার আমার ভালোবাসা’, ‘তুমি ছাড়া, কেন বারে বারে’, ‘মানে না মন’।