রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও ৬ নম্বর রোডের একটি বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম মো. ইপু (২৫)।
মরদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সবুজবাগ থানার এসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা খবর পেয়ে ভোর ৪টার দিকে সবুজবাগ দক্ষিণগাঁও ছয় নম্বর রোডের মাথায় সাঈদীর টিনশেড বাড়ির ৯ নম্বর বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ইপু নামের এক যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা আশপাশের লোকজনের মুখে জানতে পেরেছি নিহত ইপু একজন গাড়িচালক। রাতে তার স্ত্রী কুলসুমের সঙ্গে সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্বের একপর্যায়ে তার স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। পরে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে চাঁদর পেঁচিয়ে গলায় ফাঁস দেন। ময়নতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
নিহত ইপুর গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলায়। তিনি রবিউল ইসলামের সন্তান। বর্তমানে সবুজবাগের দক্ষিণগাঁও ৬ নম্বর রোডের ৯ নম্বর টিনশেড বাসায় পরিবার নিয়ে থাকতেন।


