ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্টারনেট লাইনম্যানের মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৫:০১ পিএম
প্রতিকী ছবি।

রাজধানীর নিউ ইস্কাটন রোডে ইন্টারনেটের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আনোয়ার হোসেন (৪৮) নামে এক ইন্টারনেট লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ারের ছেলে মো. শুভ বলেন, ‘আমার বাবা মইয়ে উঠে লাইন মেরামতের কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। অচেতন হয়ে পড়লে আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসি, কিন্তু বাঁচানো যায়নি।’

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত আনোয়ারের গ্রামের বাড়ি বরিশাল জেলার কোতোয়ালি থানার দক্ষিণ গড়াপুর গ্রামে। বর্তমানে তিনি পরিবারসহ মোহাম্মদপুরে বসবাস করতেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।