ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় শিশুকে ধর্ষণচেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৫:০৯ পিএম
প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রবাসী স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তির নাম সেলিম মোল্লা।

এ ঘটনায় সোমবার (২৪ নভেম্বর) রাতে ওই শিশুর মা গফরগাঁও থানায় মামলা করেন।

পুলিশ জানায়, উপজেলার একটি গ্রামের প্রবাসীর স্ত্রীর সঙ্গে পাশের গ্রামের সেলিম মোল্লার বিবাহবহির্ভূত অনৈতিক সম্পর্ক চলে আসছিল দীর্ঘদিন ধরে। প্রবাসীর স্ত্রীর সঙ্গে সেলিম মোল্লা শারীরিক সম্পর্কের ঘটনাটি দেখে ফেলে প্রতিবেশীর এক শিশুকন্যা। ঘটনা দেখে ফেলায় সেলিম মোল্লা ওই নারীর সহযোগিতায় সোমবার সন্ধ্যায় ওই শিশুকে পার্শ্ববর্তী একটি ধানখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুর চিৎকারে স্থানীয় লোকজন চলে আসলে সেলিম মোল্লা দৌড়ে পালিয়ে যায়।

গফরগাঁও থানার ওসি মো. বাচ্ছু মিয়া বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।