ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে দুই ভাই আহত

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৯:৫৯ পিএম
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল। ছবি- সংগৃহীত

রাজধানীর কদমতলী থানার উত্তর মুরাদপুর, হাজী লাল মিয়া সরকার রোড এলাকায় মাদক কারবারির ছুরিকাঘাতে দুই ভাই আহত হয়েছেন। আহতরা হলেন ঝন্টু সরদার (৩০) এবং শাকিল সরদার (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে মাদক কারবারি রাজিব, রজব, রাকিব আলমসহ পাঁচ-সাত জন তাদের ওপর হামলা চালায়। ছুরিকাঘাতের ফলে দুই ভাই গুরুতর আহত হন। তাদের পরিবার এবং স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বিকাল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করেন। বর্তমানে তাদের চিকিৎসা চলমান রয়েছে।

আহতদের বাবা মোঃ মোতালেব সরদার জানিয়েছেন, ‘আমাদের ছেলে ঝন্টুর মাথা ও পিঠে ছুরিকাঘাত হয়েছে। ছোট ছেলে শাকিলের পিঠে এবং বাম কানে আঘাত রয়েছে। আমরা গ্রামের বাড়ি ফরিদপুর জেলা সদরপুর থানার চন্দনপাড়া গ্রামে, কিন্তু বর্তমানে তারা কদমতলী উত্তর মুরাদপুর হাজী লাল মিয়া সরদার রোডের ৩৪২ নম্বর বাসায় থাকতেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, ‘দুই ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। একজনের অবস্থা গুরুতর, আরেকজনের অবস্থা শঙ্কামুক্ত। চিকিৎসা চলছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।’

এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন ও আতঙ্কিত এবং পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।