ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একতা এক্সপ্রেস ট্রেনের বগিতে আল-আমিন (৩০) নামের এক হকারকে কুপিয়ে হত্যা করেছে অপর এক নারিকেল বিক্রেতা।
গতকাল সোমবার (৩৪ নভেম্বর) রাত ৯টার দিকে পীরগঞ্জ রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
পীরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল আজিজ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের শেষ বগিতে এক নারিকেল বিক্রেতা ও এক পপকর্ন বিক্রেতার মধ্যে বিবাদ হয়। এক পর্যায়ে নারিকেল বিক্রেতা ট্রেনের বগির লাইট বন্ধ করে পপকর্ন বিক্রেতা আল-আমিনকে (৩০) অতর্কিতে কুপিয়ে জখম করে। পরবর্তীতে ট্রেন পীরগঞ্জ রেলস্টেশনে পৌঁছালে অন্য যাত্রীরা আহত আল-আমিনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আল-আমিন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার চর বধুয়াথলি গ্রামের মন্টু মিয়ার ছেলে।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ বিষয়ে রেলওয়ে থানায় মামলা হবে।

