ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৮:৫৬ এএম
ছবি- সংগৃহীত

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিতরণ লাইন, ট্রান্সফরমার মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (২৫ নভেম্বর) সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় ৯  ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। 

বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ–২ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে ১১ কেভি উপশহর ফিডারের অন্তর্ভুক্ত তেরোরতন পয়েন্ট, সি ব্লক, সি ব্লক মেইন রোড, ডি ব্লক মাছ বাজার এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এ ছাড়া গুরুত্বপূর্ণ কাজে যাতে ভোগান্তি না হয়, সে জন্য গ্রাহকদের আগেভাগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।