মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের সানকিরচর এলাকায় কবরস্থানে যাওয়ার রাস্তা দ্রুত নির্মাণ এবং কাজ সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। দীর্ঘদিনের দাবি পূরণের আশায় স্বতঃস্ফূর্তভাবে জমি দান করা হলেও একজনের বাধার কারণে কাজ বন্ধ থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সানকিরচর কবরস্থানে যাতায়াতে বহু বছর ধরে চরম ভোগান্তি পোহাতে হয় এখানকার মানুষকে। এলাকা নিচু হওয়ায় বর্ষাকালে পুরো গ্রাম তলিয়ে যায় পানিতে। ফলে মৃত্যুর পর লাশ দাফন করতে নৌকার সাহায্য নিতে হয়। লাশ নৌকায় পরিবহনের মতো কষ্টসাধ্য ও অমানবিক পরিস্থিতি দূর করতে এলাকাবাসী বহু বছর ধরেই একটি স্থায়ী রাস্তা নির্মাণসহ যোগাযোগব্যবস্থার উন্নয়ন দাবি করে আসছেন।
অবশেষে সরকারি উদ্যোগে কবরস্থানের রাস্তা নির্মাণকাজ শুরু হলে গ্রামের প্রায় সবাই নিজ নিজ জমি রাস্তার জন্য দান করেন। তবে স্থানীয় জসিম মিয়া নামের একজন ব্যক্তি তাঁর জমির অংশ দিয়ে রাস্তা নিতে আপত্তি জানালে নির্মাণকাজ স্থগিত হয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।
বিক্ষোভে অংশ নেওয়া একাধিক গ্রামবাসী বলেন, ‘বর্ষা এলে কেউ মারা গেলে লাশ নৌকায় করে কবরস্থানে নিতে হয়। এমন অপমানজনক অবস্থা আর সহ্য হয় না। সবাই জমি দেয়, একজন না দেওয়ায় জনগুরুত্বপূর্ণ কাজ আটকে থাকার কোনো যুক্তি নেই। রাস্তাটি আমাদের বেঁচে থাকা ও মৃত্যুর পরের প্রয়োজন- দু’দিক থেকেই অত্যন্ত জরুরি।’
এ ঘটনায় উপজেলা প্রশাসনে অভিযোগ দাখিল হলে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান। তিনি বলেন, ‘কবরস্থানের রাস্তা জনগণের দীর্ঘদিনের দাবি- অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনস্বার্থের বিষয়। যেহেতু জসিম মিয়া তার জমি দিতে রাজি নন, তাই সেই জমির ওপর দিয়ে রাস্তা না নিয়ে বিকল্প পাশ দিয়ে জমি সংগ্রহ করে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।’
ইউএনওর নির্দেশনার পর গ্রামবাসী আশাবাদী যে বহু প্রতীক্ষিত কবরস্থানের রাস্তা অবশেষে নির্মিত হবে এবং বহু বছরের দুর্ভোগ থেকে তারা মুক্তি পাবে।


