চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ নভেম্বর গভীর রাতে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আনোয়ারা আর্মি ক্যাম্পের একটি অভিযান দল বটতলি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালা গাজীর পাড়ায় অভিযান চালিয়ে মোহাম্মদ শহীদ উদ্দিন (৩০) নামে একজনকে আটক করে।
সেনা সূত্র জানায়, শহীদ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আক্তারের ঘনিষ্ঠ সহযোগী। আক্তার বর্তমানে কারাগারে রয়েছে। অভিযানের সময় শহীদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পরে আটক ব্যক্তিকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘সেনাবাহিনীর একটি টিম অস্ত্রসহ একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাকে আজ আদালতে পাঠাচ্ছি।’


