ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

বিভ্রান্তি নয়, ঢাকায় আসছেন আতিফ আসলাম

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৪:২০ পিএম
আতিফ আসলাম। ছবি- সংগৃহীত

আতিফ আসলাম মানেই তারুণ্যের উচ্ছ্বাস। সুরের স্রোতে হারিয়ে যাওয়া বাঁধ ভাঙা আনন্দে-উচ্ছ্বলতায়। তাই তারুণ্যের ইতিবাচক শক্তিকে জাগিয়ে তুলতে আগামী ১৩ ডিসেম্বর ফের ঢাকা মাতাবেন এ জনপ্রিয় সংগীতশিল্পী।

‘এক্স ফোর্স প্রেজেন্টস আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’-শিরোনামে কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার ১০০ ফিট ও ৩০০ ফিট এলাকার মধ্যবর্তী একটি আধুনিক, বিস্তৃত ও নিরাপদ আউটডোর কনসার্ট এরিনায়। যেখানে সহজেই সকল মাধ্যমে যাতায়াত করতে পারবেন আতিফ ভক্তরা।

এদিকে, আতিফ আসলামের এ কনসার্টটি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে নানা ধরণের বিভ্রান্তিকর তথ্য। আতিফ আসলাম আসছেন না কনসার্টটিতে, এমনকি ভেন্যুও চূড়ান্ত হয়নি এমন তথ্য ছড়িয়ে পড়ায় বিপাকে পড়েছেন আয়োজকরা। 

তারা জানান, নিরাপত্তাজনিত কারনে ভেন্যুর সঠিক নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না; এই সুযোগটিকে কাজে লাগিয়েই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ভেন্যু সংক্রান্ত প্রয়োজনীয় সব প্রস্তুতি, অনুমোদন ও আনুষ্ঠানিকতা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। দর্শক, শিল্পী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি ব্যবস্থা সাজানো হচ্ছে। 

স্বয়ং আতিফ আসলাম নিজেই পাশে দাঁড়িয়েছেন আয়োজকদের। নিজের ভেরফাইড ফেসবুক পেজে গত বুধবার কনসার্টের পোস্টার শেয়ার করে জানান দিয়েছেন আবারও ঢাকা মাতাতে আসছেন তিনি। শুধুমাত্র এ কনসার্টটিতে অংশ নিতেই ফের ঢাকায় উড়ে আসছেন তিনি, আতিফের এমন ঘোষণায় ভক্তদের মাঝেও ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনক এর মুখপাত্র রিসালাত বলেন, ‘ইভেন্টটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক, নিরাপদ ও স্বচ্ছভাবে আয়োজন করতে তারা সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও কর্তৃপক্ষের সাথে নিয়মমাফিক কাজ করে যাচ্ছি। প্রতিটি প্রয়োজনীয় ধাপ অনুসরণ করে অনুষ্ঠানটি এগিয়ে নেওয়া হচ্ছে এবং তরুণদের এই ইতিবাচক সামাজিক উদ্যোগে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সর্বোচ্চ সহযোগিতা পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী। সকলকে কোন ধরণের গুজব ও বিভ্রান্তিতে কান না দেয়ার অনুরোধ জানাই।’

তিনি জানান, দর্শকদের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে টিকেট বিক্রি চলছে শুধুমাত্র Chologhuri.com এ। অন্য কোনো প্ল্যাটফর্ম, ব্যক্তি বা সোশ্যাল পেজ থেকে টিকেট বিক্রি বা কেনাবেচা হচ্ছে না। প্রতিটি টিকেট QR কোড দ্বারা যাচাই করা হবে, যা নিরাপত্তা নিশ্চিত করবে। শুধু আতিফ আসলামই নন, ইভেন্টটিতে পারফর্ম করবেন দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ও শিল্পীরা।  

রিসালাত আরও বলেন, ‘এটি কেবল একটি কনসার্ট নয়, তরুণদের জন্য একটি উৎসব, একটি উদযাপন। জুলাইয়ের সেই সাহসী প্রজন্মকে সম্মান জানিয়ে আমরা চাই এই আয়োজন তাদের ইতিবাচক শক্তি, উদ্দীপনা এবং ঐক্যকে আরও একবার সামনে নিয়ে আসুক। দেশের স্বার্থে তরুণদের অবদানকে সম্মান জানিয়ে আমরা চাই এই আয়োজন তাদের আরও অনুপ্রাণিত করুক। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এটি দেশের অন্যতম সফল, নিরাপদ ও স্মরণীয় কনসার্ট হবে বলে আমরা বিশ্বাস করি।’

এ কনসার্টের প্রতিটি টিকেট বিক্রির একটি অংশ প্রদান করা হবে PUSAB (Private University Students Alliance of Bangladesh) এর মাধ্যমে জুলাই বিপ্লবের ফাইটার ও তাদের পরিবারদের সহায়তায়। তরুণদের সামাজিক ভূমিকা, দেশের প্রতি দায়বদ্ধতা ও ঐতিহাসিক অবদানকে সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।