ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ভূমিকম্পের আতঙ্ক : আব্বা আর ঢাকায় থাকবো না

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৪:০৬ পিএম
প্রতীকী ছবি

গত শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় শিশুসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ছয় শতাধিক মানুষ।

এর পরদিন শনিবার (২২ নভেম্বর) সারাদিনে আরও তিন দফা ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বৃদ্ধি পায়।

ভূমিকম্পের পর রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসিন্দা শামীমা আক্তার জানান, তাদের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়ে আফরা নাওয়ার ভয়াবহ মানসিক চাপে রয়েছে। ১০ তলায় থাকা আফরা শুক্রবারের ভূমিকম্পে আতঙ্কে কেঁপে ওঠে। অনেক কষ্টে তাকে শান্ত করা গেলেও পরদিন আবার ভূমিকম্প হলে আর কোনোভাবেই তাকে আশ্বস্ত করা যাচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যম, টেলিভিশন ও বড়দের আলোচনায় ‘আরও বড় ভূমিকম্প আসতে পারে’—এমন ধারণা তার মধ্যে গভীর ভয়ের জন্ম দিয়েছে।

শামীমা বলেন, ‘মেয়ে বারবার বলছে- আমি আর ঢাকায় থাকবো না, এত কম বয়সে কি তবে মরে যেতে হবে? ঢাকায় থাকবো না, হয় বিদেশে, নয়তো গ্রামের বাড়ি চলে যাব।’

তিনি আরও বলেন, এই ভূমিকম্পের আতঙ্কের কারণে গতকাল রোববার আমার মেয়েকে স্কুলেও পাঠানো যায়নি। রাতে ঘুমোতে গেলেও লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে।

শুধু আফরা নয়, এ রকম মানসিকভাবে ভেঙে পড়েছে আরও অনেক শিশু ও বৃদ্ধ। নাখালপাড়ার এক বৃদ্ধ, তৈয়াব আলী বলেন, আমি ছোট থেকে এই এলাকায়ই থাকি, আগে কখনো এমন পরিস্থিতি দেখিনি। দুই দিনে মোট চারবার ভূমিকম্প হয়েছে, আমার ভেতর এখন অনেক আতঙ্ক ঢুকে পড়েছে।

তিনি আরও বলেন, যেভাবে সংবাদমাধ্যমে প্রচার করা হচ্ছে তাতে করে এই আতঙ্ক আরও গভীর হয়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে আবারও ভূমিকম্প হবে, আর ঘটনায় আমার প্রাণ যাবে। তাই চিন্তা করছি দ্রুত শহর ছেড়ে গ্রামের দিকে চলে যাব।