ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

কনসার্টে মারামারি, ভাঙচুর: মুখ খুললেন ঐশী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৩:২০ পিএম
ফাতেমা- তুজ-জোহরা ঐশী। ছবি- সংগৃহীত

গাজীপুরের শিমুলতলীতে ক্ষুদ্র-কুটির শিল্প ও বাণিজ্য মেলায় গান গাইতে গিয়ে গত শনিবার অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হন কণ্ঠশিল্পী ফাতেমা- তুজ-জোহরা ঐশী-এমন খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কনসার্ট চলাকালে তর্কাতর্কি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দাবি উঠলেও বিষয়টি পুরোপুরি গুজব বলে জানিয়েছেন ঐশী।

ঐশী বলেন, কনসার্টটি পুরোপুরি স্বাভাবিকভাবে শেষ হয়। আমাদের টিম নিরাপদেই অনুষ্ঠানস্থল ত্যাগ করে। আমরা বেরিয়ে যাওয়ার পর মেলায় ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে।

ঐশীর মা নাসিমা মান্নানও কিছু সংবাদমাধ্যমে ভুল তথ্য প্রকাশের অভিযোগ করেন।

তিনি বলেন, অনেক খবরে লেখা হচ্ছে ঐশীকে অবরুদ্ধ করা হয়েছিল। অথচ এমন কিছুই ঘটেনি। ঐশী বেরিয়ে যাওয়ার পরেই মারামারি শুরু হয়।

এর মধ্যেই সামাজিক মাধ্যমে কনসার্টের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে।

একটি ভিডিওতে দেখা যায়, মই বেয়ে দেয়াল টপকে নামছেন এক তরুণী-বলা হচ্ছে, ওই তরুণীই নাকি ঐশী। তবে এর সত্যতা নিয়ে শিল্পীর পক্ষ থেকে কোনো স্বীকৃতি নেই।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে ঐশী লেখেন, আমার কনসার্ট থেকে বেরিয়ে যাওয়ার পর মেলায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার সঙ্গে আমার বা আমার টিমের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের ত্যাগ করার পরেই ঘটনাটি ঘটে।

তিনি আরও বলেন, বিভিন্ন প্ল্যাটফর্মে আমাকে নিয়ে যে ভুল ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে-সেগুলো পুরোপুরি ভিত্তিহীন।