ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

স্মৃতির বাবার পর হাসপাতালে বর, স্থগিত বিয়ের আনুষ্ঠানিকতা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০২:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

ভারত নারী ক্রিকেট দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানার বিয়েকে ঘিরে তৈরি হওয়া আনন্দঘন পরিবেশ একের পর এক অসুস্থতার ঘটনায় ম্লান হয়ে গেছে। বাবার হার্ট অ্যাটাকের পর এবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে বর পলাশ মণ্ডলকে। ফলে আপাতত স্থগিত রাখা হয়েছে স্মৃতি–পলাশের বিয়ের সব আনুষ্ঠানিকতা।

এনডিটিভি জানিয়েছে, ভাইরাল সংক্রমণ ও অ্যাসিডিটির কারণে পলাশকে হাসপাতালে নিতে হয়েছিল। চিকিৎসা শেষে তিনি বর্তমানে হোটেলে ফিরেছেন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল।

গতকাল মহারাষ্ট্রের সাংলিতে স্মৃতি ও পলাশের বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল। তবে সকালে হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। তাকে দ্রুত সাংলির একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার পরই বিয়ের কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেন দুই পরিবার।

পলাশের মা অমিতা হিন্দুস্থান টাইমসকে জানিয়েছেন, শ্বশুরের অসুস্থতার খবরে সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল পলাশ। তিনি বলেন, ‘পলাশ স্মৃতির বাবার খুবই কাছের। এমনকি বন্ধুত্বও বেশি। তিনি অসুস্থ হওয়ার পর পলাশই প্রথম বলেছিল বিয়ের সব আয়োজন বন্ধ করে দিতে।’

ছেলের অসুস্থতা সম্পর্কে তিনি বলেন, ‘হলুদ অনুষ্ঠান হয়ে যাওয়ায় আমরা তাকে বাইরে যেতে দিইনি। সে খুব কান্নাকাটি করছিল। উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে তার শরীর খারাপ হয়ে যায়। হাসপাতালে চার ঘণ্টা রাখা হয়েছিল। ইসিজিসহ কয়েকটি পরীক্ষা হয়েছে। এখন স্বাভাবিক আছে, তবে খুব দুশ্চিন্তায় আছে।’

এদিকে স্মৃতি মান্ধানার পারিবারিক চিকিৎসক ডা. নমন শাহ জানিয়েছেন, শ্রীনিবাস মান্ধানার শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন চিকিৎসকরা। অবস্থার উন্নতি হলে আজই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।