মুশফিকুর রহিমের শততম টেস্টের আলোয় ম্লান হয়ে গিয়েছিল তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিং পারফরম্যান্স। দুই ম্যাচের সিরিজে ১৩ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন তিনি। শুধু শেষ টেস্টেই নিয়েছেন ৮টি উইকেট।
গড়েছেন একের পর এক মাইলফলক। তারপরও যেন তাকে ঘিরে তেমন মাতামাতি নেই। অথচ তার ক্যারিয়ারজুড়েই তিনি নীরবে, অত্যন্ত ধারাবাহিকভাবে দলকে দিয়ে যাচ্ছেন সেরা পারফরম্যান্স।
সদ্য শেষ হওয়া ঢাকা টেস্টে সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারী হয়েছেন তাইজুল ইসলাম। পাশাপাশি দেশের প্রথম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ছুঁয়েছেন আড়াইশ উইকেটের ঐতিহাসিক মাইলফলক।
এই অর্জনকে সম্মান জানিয়েই আগেই অভিনন্দন জানিয়েছিলেন সাকিব। এবার প্রশংসার বন্যা বইয়ে দিলেন লিটন দাস।
আজ সোমবার দুপুর ১টা ৫৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাইজুলের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিটন আবেগঘন কথায় লিখেছেন—‘তাইজুল ভাই, আমি খুব ভাগ্যবান যে স্টাম্পের পেছন থেকে আপনাকে বল করতে দেখার সুযোগ পাচ্ছি। আপনার মুখোমুখি হওয়া কোনো ব্যাটারের জন্যই সহজ নয়। কিন্তু আমাদের দল এবং আমার জন্য আপনি এক বড় আশীর্বাদ।’
শেষে দেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারী হওয়ার জন্য তাইজুলকে অভিনন্দন জানিয়ে লিটন বলেন— ‘এটি একটি অসাধারণ অর্জন। আপনি প্রতিদিনই আমাদের অনুপ্রাণিত করেন। আপনার উইকেট শিকার চলতেই থাকুক, আর স্টাম্পের পেছন থেকে আমি খুশিমনে তাতে অবদান রেখে যাব। অভিনন্দন, তাইজুল ভাই। আপনি সত্যিই অনুপ্রেরণাদায়ী।’


