ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

যে কারণে সাংবাদিকদের সামনে ক্ষমা চাইলেন বাফুফে সভাপতি

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৪:৫৫ এএম
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

নারী ফুটবলের গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে অনুপস্থিত ছিলেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। এতে সাংবাদিক ছাড়াও উপস্থিত অনেকের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল- অন্তর্কোন্দল, নাকি নতুন কোনো বিরোধ?

দিন শেষে সব জল্পনার অবসান ঘটালেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজেই। বিষয়টিকে ‘একটি অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি’ বলে ব্যাখ্যা করে কিরণকে সময়মতো জানানো না হওয়ার দায় নিজের ওপর নেন তিনি। সংবাদ সম্মেলনেই প্রকাশ্যে ক্ষমা চান এবং বলেন, ‘মিস কমিউনিকেশনের কারণে কিরণ আপাকে জানানো হয়নি। এই ভুলের দায় আমার। পরেরবার অবশ্যই তাকে দেখবেন।’

এদিন বাফুফে জানিয়েছে, আগামী মাসে আজারবাইজান ও মালয়েশিয়াকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে তারা। মার্চে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। তাই প্রস্তুতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দল।

ফিফা উইন্ডোর বাইরে হলেও শক্ত প্রতিপক্ষের সঙ্গে আরও তিনটি রুদ্ধদ্বার ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে বলে জানান তাবিথ, ‘যত বেশি মানসম্মত ম্যাচ খেলা যাবে, তত বেশি লাভবান হবে দল।’

গত বছরের সাফ শিরোপার পুরস্কার হিসেবে নারী ফুটবলারদের দেড় কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন না–হওয়া প্রসঙ্গে তাবিথ বলেন, ‘৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিশ্রুত টাকা আমরা প্রদান করব—এ বিষয়ে পূর্ণ আত্মবিশ্বাসী।’

অনুপস্থিতির রহস্য ঘুচেছে, আর নারী ফুটবল দলের এশিয়ান কাপকে সামনে রেখে প্রস্তুতিতেও এসেছে নতুন গতি—এমনটাই জানান বাফুফে সভাপতি।