ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

আগামী নির্বাচন শত বছরের পথ নির্ধারণ করবে: ডিসি তৌহিদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ১২:১২ পিএম
জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন মৌলভীবাজারের নবনিযুক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। ছবি- রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের নবনিযুক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেছেন, আগামী নির্বাচন একদিনের নির্বাচন নয়; সামনের একশ বছর বাংলাদেশ কোন পথে যাবে সেটাই নির্ধারণ করবে এই নির্বাচন।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় তিনি এ মন্তব্য করেন।

ডিসি পাভেল বলেন, আমি এখানে একটি বড় দায়িত্ব নিয়ে এসেছি-তা হলো নির্বাচন। এবার দুটি নির্বাচন পাশাপাশি হওয়ার কথা-গণভোট ও জাতীয় নির্বাচন। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, এটি একটি শতবর্ষের নির্বাচন। পাঁচ বছরে একদল যাবে, আরেকদল আসবে-এ ধরনের সাধারণ নির্বাচন নয়।

তিনি আরও বলেন, এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে পারলেই আমাদের কাজ সার্থক হবে।

নিজের ভূমিকার ব্যাখ্যায় তিনি বলেন, জেলা প্রশাসক অনেকটা ফুটবল দলের ক্যাপ্টেনের মতো-যিনি মাঠের মধ্যেই চলমান অবস্থায় টিমকে পরিচালনা করেন। প্রতিটি দপ্তরের দায়িত্ব নির্দিষ্ট, আর আমার দায়িত্ব তাদের সেনসিটাইজ করা, যাতে জনগণের সেবায় কোনো আপস না হয়।

তিনি আরও যোগ করেন যে জেলা প্রশাসন ২৫০ বছরের পুরোনো প্রতিষ্ঠান এবং এর মূল শক্তি হলো জনগণের প্রতি দায়বদ্ধতা।

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে ডিসি বলেন, জেলা পরিষদ ও পৌরসভাকে নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।

তিনি জানান, জেলায় ইতোমধ্যে নয়টি উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে। এদের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীতকরণের বিষয়টি গুরুত্বপূর্ণ। এ জন্য অর্গানোগ্রাম ও জনবল নিয়োগে আরও অনুমোদন প্রয়োজন।

ডিসি পাভেল বলেন, জরুরি সময়ে জেলা প্রশাসন সবসময় মাঠে থাকে। দিবসে-রাত্রে যেকোনো পরিস্থিতিতে জেলা প্রশাসক, ইউএনও কিংবা এসিল্যান্ডকে পাওয়া যাবে।

মতবিনিময় সভায় সাংবাদিকরা শহরের যানজট, পর্যটন সম্ভাবনা, মাদক বিস্তার, কিশোর অপরাধ, চুরি-ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

জবাবে জেলা প্রশাসক বলেন, মৌলভীবাজারের মানুষের জন্য দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে।

তিনি আরও জানান, প্রশাসনে সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনে তথ্য আদান–প্রদানে একটি মিডিয়া সেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করব।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তানভীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরিনসহ প্রশাসনের আরও কর্মকর্তারা।

এর আগে সকালে নবনিযুক্ত জেলা প্রশাসক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও ছাত্র প্রতিনিধি‍দের সাথে মতবিনিময় করেন।