ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ৯০ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ

সিলেট ব্যুরো
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ১২:২৪ পিএম
জব্দকৃত মালামাল। ছবি- রূপালী বাংলাদেশ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯০ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

সোমবার  (২৪ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের আওতাধীন সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, তামাবিল, কালাইরাগ, বাংলাবাজার ও সোনালীচেলা বিওপি সমূহ পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় পেঁয়াজ, শাড়ি, স্কিন সানরাইজ ক্রিম, মেলনর ক্রিম, পন্ডস বিউটি ফেসওয়াশ, বডি স্প্রে, চিনি, শীতের কম্বল, জিরা, পান, চকলেট, সনপাপড়ি সহ বিভিন্ন চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন, শিং মাছ এবং অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি নৌকাও আটক করা হয়। জব্দকৃত সব মালামালের আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা।

৪৮ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। অভিযানের ধারাবাহিক অংশ হিসেবেই সম্প্রতি এসব মালামাল জব্দ সম্ভব হয়েছে। আটককৃত পণ্যসমূহের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।